উত্তর বঙের বিভিন্ন জেলার মানুষের ভিড় গোমস্ত পাড়ায়। নবমীর দিনে অনুষ্ঠিত হচ্ছে জলপাইগুড়ির প্রসিদ্ধ জগৎ ধাতী পুজো।46বছর ধরে কাতিক পালের বাড়িতে চলে আসছে।অত্যন্ত নিয়ম নিষ্ঠার সাথে এখানে এই পুজো হচ্ছে।বর্তমানে কাতিক পালের বয়স হবার জন্য তার ছেলে কৃঞপাল এই পুজো করেন।
তিনি নিজেই প্রতিমা বানিয়ে এই পুজো পুরোহিত দিয়ে করে থাকেন।এই ধরনের পুজো জলপাইগুড়ি তে আগে হতনা ,সর্ব প্রথম কাতিক পাল এই পুজো জলপাইগুড়িতে এনে মানুষের মধ্যে এই পুজোর গুরুত্ব বাড়িয়ে ছেন বলে কৃঞপাল বলেন।তিনি আরও বলেন বাংলাদেশে এই পুজো শুরু হলেও এখন এই পুজো 46বছর ধরে এখানে হয়।
0 মন্তব্য(গুলি):
Please do not enter any spam link in the comment box