রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০

ডি ওয়াই এফ আই ধুপগুড়িতে 17 তম সম্মেলন


নিজস্ব সংবাদদাতা ধূপগুড়ি ২ ফেব্রুয়ারী-- সব হাতে কাজ চাই বন্ধ বাগানের তালা খোলা চাই এন আর সি সি এ এ করে মানুষের বিভাজন বন্ধ করো এই আওয়াজ তুলে রবিবার সকালে ডুয়ার্সের চা বলয়ের বানার হাটে ডি ওয়াইএফআইয়ের ১৭ তম লোকাল সন্মেলন অনুষ্ঠিত হলো চা বাগানের আই৷  সি ডি এস সেন্টারে।সন্মেলন শুরুর আগে বিরাট মিছিল শহরের বিভিন্ন রাস্তা৷ পরিক্রমা করে। সঞ্জয় দাস ম্মমুকেশ রজক সভাপতি মন্ডলী হিসেবে সন্মেলন পরিচালনা করে।সংগঠনের জেলা সম্পাদক প্রদিপ দে সন্মেলন উদ্বোধন করে দেশ ওরাজ্যের যুব সমাজের বিপদেরনান্না দিক তুলে ধরেন।অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজ্য কমিটির সদস্য অজয় মাহালি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য দীপশুভ্র সান্যাল  কৌশিক দাম প্রমুখ। সম্পাদকীয় প্রতিবেদনের উপর ৮ জন প্রতিনিধি আলোচনায় অংশ৷  নিয়ে চা বাগানের যুবদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।সন্মেলন থেকে ঝন্টু মজুমদারকে সভাপতি অর্ধেন্দু রাহা কে সম্পাদক করে ১৭ জনের কমিটি গঠিত হয়।     আগামী ১২ ফেব্রুয়ারী উত্তর কন্যা অভিযান৷  কে সফল করা বানারহাট কে পৃথক ব্লক এবং প্রাথমিক সাস্থ্য কেন্দ্র কে গ্রামীণ হাসপাতালে উন্নীত করারদাবি নিয়ে তিনটি প্রস্তাব গৃহীত হয়।
                                           

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box