নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি :জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে শুক্রবার স্বামী বিবেকানন্দের একশো আটান্ন তম জন্মতিথি উৎসব পালিত হল । ভোর বেলা থেকে শুরু হয়েছে মঙ্গলারতি , বেদমন্ত্রপাঠ , বিশেষ পূজো, স্বামীজীর বই থেকে পাঠ, কঠোপনিষদ থেকে পাঠ, পুষ্পাঞ্জলি, হোম যজ্ঞ, ভজনপাঠ স্বামী দিব্যব্রতানন্দ , সহ অন্যান্য অনুষ্ঠান। পাশাপাশি বিকেলে বিশেষ অনুষ্ঠান, সন্ধ্যারতি, আলোচনা । এছাড়াও স্বামী বিবেকানন্দের জীবন ও বাণী নিয়ে আলোচনা করেন রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শিবপ্রেমানন্দজী মহারাজ ।এদিন সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হল স্বামী বিবেকানন্দের একশো আটান্ন তম জন্মতিথি উৎসব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box