নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি :একত্রিশ তম রোড সেফটি সপ্তাহ উদযাপন উপলক্ষে চক্ষুপরিক্ষা শিবির বৃহস্পতিবার অনুষ্ঠিত হল। সদর ট্রাফিক গার্ড জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট পুলিশের উদ্যোগে। স্থান সদর ট্রাফিক অফিস। এগারো জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারি পযর্ন্ত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে রোড সেফটি সপ্তাহ। এদিনের চক্ষুপরিক্ষা শিবিরের সূচনা করেন ট্রাফিক ডিএসপি মলয় কুমার দাস । এছাড়াও উপস্থিত ছিলেন আইসি কোতয়ালি বিশ্বাশ্রয়সরকার, সদর ট্রাফিক ওসি শান্তা শিল সহ অন্যান্যরা পুলিশ আধিকারিকেরা। এদিনের চক্ষুপরিক্ষা শিবিরটি শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হসপিটালের প্রতিনিধিরা পরিচালনা করেন। এদিনের শিবিরে বিভিন্ন গাড়ির চালক সহ সাধারণ মানুষ এবং পুলিশ কর্মী উপস্থিত হয়ে চক্ষুপরিক্ষা করান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box