রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০

খড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাল্যবিবাহ বন্ধ করলো স্থানীয় প্রশাসন


নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি :খড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ছেলে ও মের প্রণয়ের সম্পর্ক থাকায় তারা পালিয়ে যান বাড়ি থেকে বিবাহ করার উদ্যেশ্যে। মের বয়স ১৩ বছর শোনামাত্রই স্থানীয় প্রশাসন পঞ্চায়েত ছেলের বাড়ি যান এবং জেলা আইনি পরিসেবা কর্তৃপক্ষের আইনি সহয়ক Manoj kr Roy  কে পুরো বিষয় টি জানানো হয়, মনোজ কুমার রয় ডিসিপিও সাহেব সুদীপ ভদ্র কে জানিয়ে ছেলের বাড়িতে এসে ছেলে পক্ষ ও মে পক্ষ কে বাল্যবিবাহ আইনি সমন্ধ্যে বোঝান। ছেলের বয়স্ ২৪ বছর সাবালক তাকে বোঝানো হয় বল্যা বিবাহ করলে কি সাজা হতে পারে।। এবং  আইনি সোহায়ক মনোজ বাবু এও বলেন  মের মা বাবাকে  যাতে তার নাবালক মেকে যেনো কেনো রকম মানসিক টর্চার না করে , সঙ্গে শিশু ও নাবালক মের উপর পিতা মাতা শাসন করার নামে মানসিক  শারীরিক টর্চার  করলে পিতা মাতার ও যে পানিশমেন্ট হয় তা তুলে ধরেন, এরপর মেয়ে  মা বাবার সঙ্গে প্রথমে যাওয়ার কথা  মানতে না চাইলেও পঞ্চায়েত সীতারাম বাবু এবং আইনি সহায়ক মনোজ বাবু  বিষয়টি ভালো মত বোঝালে মে বাড়ি যেতে রাজি হয়।। এবং মে কে পাঠিয়ে দেওয়া হয় মুচলেখা নিয়ে।
                                                                                   



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box