রবিবার, ৫ জানুয়ারী, ২০২০

ওয়েস্ট বেঙ্গল নার্সেস আ্যসোসিয়েশনের জেলা সম্মেলন


নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি :ওয়েস্ট বেঙ্গল নার্সেস আ্যসোসিয়েশনের 45- 46 তম জলপাইগুড়ি  জেলা সম্মেলন রবিবার  কর্মচারী ভবনে অনুষ্ঠিত হল । পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সম্মেলন শুরু হয় । আন্তর্জাতিক, জাতীয় ও রাজ‍্য পরিস্থিতি নিয়ে আলোচনা এবং প্রতিবেদন পাঠ সহ নার্সদের বিভিন্ন দাবী দাওয়া নিয়ে সম্মেলনে আলোচনা সংগঠিত হয়। দাবী সমূহ গুলি প্রচলিত  শ্রম আইনের সংশোধনের বিরুদ্ধে, চুক্তি প্রথায় নিয়োজিত কর্মচারীদের সমকাজে সমবেতন প্রদান সহ স্থায়ী করণ , নূন্যতম মজুরী একুশ হাজার টাকা, সার্বজনীন পেনশন নূন্যতম দশহাজার টাকা , ষষ্ঠ পে-কমিশন বকেয়া মহাঘ‍্যভাতা অন্তভুক্ত করা,  সহ অন্যান্য দাবী । উপস্থিত ছিলেন সম্পা রায়, অনিতা বৰ্মন,  ছবিঘাটা হালদার, কাজল গিরি , মালবাজার মহকুমা , মেটেলি ব্লক , সদর হাসপাতাল  নেতৃত্বরা ।

                                                                                   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box