নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি :বামপন্থী গণসংগঠন সমূহের পক্ষ থেকে সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মের দ্বি-শততম বার্ষিকী' উপলক্ষে সোমবার একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। স্থান পরেশ মিত্র ভবন সদর দক্ষিণ এলাকায়। এদিনের আলোচনা সভায় শতাধিক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। আক্রান্ত শিক্ষা- আক্রান্ত সমাজ চেতনায় বিদ্যাসাগর শীর্ষক এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অধ্যাপক সুদর্শন রায়চোধুরী। পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন কাহিনী নিয়ে বিস্তারিত আলোচনা করেন অধ্যাপক । এছাড়াও সমকালীন সময়ে তার যুক্তিবাদ মানসিকতা সহ বর্তমান সময়ে ইতিকর্তব্য সম্পর্কে বক্তব্যের মধ্যে দিয়ে আলোকপাত করেন। এছাড়াও উপস্থিত ছিলেন সলিল আচার্য, পিয়ূস মিশ্র সহ অন্যান্যরা ।
0 মন্তব্য(গুলি):
Please do not enter any spam link in the comment box