নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি :আজ বাম কংগ্রেস ছাত্র যুব সংগঠন গুলির আহ্বানে জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলা মোড়ে স্বামী বিবেকানন্দের 157 তম জন্মদিবস ও বিপ্লবী মাস্টারদা সূর্য সেন এর 86 তম আত্ম বলিদান দিবস উদযাপিত হয়। এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন যুব কংগ্রেস নেতা বিমান দে সরকার । বক্তব্য রাখেন এসএফআই নেতৃত্ব শুভম ঠাকুর ডিওয়াইফাই নেতৃত্ব শুভেন্দু সাহা প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায়। এ কর্মসূচিতে স্বামীজী ও মাস্টারদা প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ডিওয়াইএফআই জেলা সম্পাদক প্রদীপ দে, যুবনেতা দ্বীপশুভ্র সান্যাল, কংগ্রেসের যুব নেতৃত্ব গণেশ ঘোষ, বিশিষ্ট শিক্ষক আন্দোলনের নেতা এবিটিএ র জেলা সম্পাদক প্রসেনজিৎ রায় এবিপিটিএ র জেলা সম্পাদক বিপ্লব ঝা, প্রাক্তন যুবনেতা কৌশিক ভট্টাচার্য্য সমর ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দরা। এ কর্মসূচিতে আজকের দিনে স্বামী বিবেকানন্দের জীবনচর্চা শিকাগো বক্তৃতা স্বামীজীর সর্বধর্ম সমন্বয়ের কথা উঠে আসে। উঠে আসে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ও পরবর্তীতে ব্রিটিশ এর সাথে মাস্টারদার নেতৃত্বে বৃটিশের বিরুদ্ধে সংগ্রামের ইতিহাস। বিভেদের রাজনীতি কিছু দূরে সরিয়ে রেখে দেশ গঠনে মাস্টারদা সূর্য সেন এর ভূমিকা স্বামী বিবেকানন্দের পথ অনুসরণ করে যুবসমাজকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান বক্তারা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box