সংবাদাতা ধীমান রায় ,জলপাইগুড়ি : বছরে প্রথম রবিবারে তিস্তাপাড়ে জমে উঠেছে পিকনিক। রবিবার সকাল থেকেই ছিল মেঘলা আকাশ এবং ঠান্ডা বাতাস । শীতের ঠান্ডাকে উপেক্ষা করে জলপাইগুড়ি তিস্তা নদীরপাড়ে পিকনিকের ঢল।উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে পিকনিক করতে এসেছে ভোজনরসিক মানুষেরা । নাচে গানের তালে তালা মিলিয়ে সুস্বাদু রকমারি রান্না করে তিস্তা নদীরপাড়ে আনন্দে মেতে উঠে। রবিবার ছিল ছুটির দিন তার মধ্যে কন কনে ঠান্ডায় সব উপেক্ষা করে জলপাইগুড়ির তিস্তাপাড়ে জমে উঠেছে পিকনিক। শীতের এই দিনগুলি হাত ছাড়া করতে চায় না অনেকেই । তাই এদিন সকাল থেকেই জলপাইগুড়ি শহর সংলগ্ন এলাকা সহ দুর দুরান্ত থেকে মানুষেরা পিকনিক করতে ভিড় জমান তিস্তাপাড়ে । কোথাও কালার বেলুন ঝুলিয়ে কোথাও বক্স বাজিয়ে চলছে পিকনিক। পিকনিক করতে আসা চম্পা কংস বণিক বলেন যে তিস্তা পাড়ের শীতের হিমেল হাওয়া উপভোগ করতেই পরিবারের সকলেই পিক নিকের আয়োজন করেছি। পিকনিকে মেনুতে রয়েছে পাঠার মাংস, পাব্দার ঝোল, কাতল কালিয়া, ডাল, পোকড়া, চাটনী ও রসগোল্লা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box