নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি :ওয়েস্ট বেঙ্গল যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাংক কর্মপ্রার্থী সমিতি জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে মঙ্গলবার পাঁচ দফা দাবিতে জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করা হল। দাবি সমূহ মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুসারে যুবশ্রী থেকে সরকারি সমস্ত দপ্তরে যোগ্যতা অনুযায়ী নিয়োগের ব্যবস্থা অবিলম্বে করা, বাজারমূল্য অনুযায়ি উৎসাহ ভাতা বৃষ্টি, ছয় মাস প্রতি অ্যানেক্সার তিন নামে রেনুয়াল বন্ধ, রাজ্যের সরকারি নিয়োগের ক্ষেত্রে যুবশ্রী থেকে আসন সংরক্ষণের ব্যবস্থা করা, যাদের নাম প্রথম থেকে যুবশ্রী প্রকল্পের নথিভুক্ত ছিল কিন্তু কোন চাকরি না দেওয়া সত্ত্বেও অনৈতিক ভাবে ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে অবিলম্বে তাদের যুবশ্রী প্রকল্পের উৎসাহ ভাতা প্রাপকের আওতায় আনা সহ অন্যান্য দাবিতে এদিনের স্মারকলিপি প্রদান কর্মসূচী। উপস্থিত ছিলেন সুরেশ রায়, বিশ্বজিৎ রাম, সুজয় লোধ, অমল সরকার, স্বপন রায় সহ সমিতির অন্যান্যরা ।
0 মন্তব্য(গুলি):
Please do not enter any spam link in the comment box