বুধবার, ২২ জানুয়ারী, ২০২০

উওরবঙ্গ অনগ্রসর মুসলিম সংগ্রাম সমিতি জেলাশাসক দপ্তরে স্মারকলিপি প্রদান

SHARE


নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি :সিএএ বাতিল এবং অনগ্রসর মুসলিমদের উন্নয়নের দাবিতে বুধবার জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করা হল   উওরবঙ্গ অনগ্রসর মুসলিম সংগ্রাম সমিতি জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে। দাবি সমূহ সংবিধান বিরোধী সিএএ অ্যাক্ট প্রত‍্যাহার , এন আরসি র ফাঁদে ফেলার এন পি আর এর সমীক্ষা পদ্ধতি বাতিল , ক্রিমিলেয়ারের উদ্ধসীমা কুড়ি লক্ষ টাকা করে ওবিসি শংসাপত্র প্রদান সরলীকরণ ,  অনগ্রসর মুসলিমদের সার্বিক উন্নয়নে অনগ্রসর মুসলিম উন্নয়ন বোর্ড অবিলম্বে গঠন সহ অন্যান্য দাবিতে এই স্মারকলিপি প্রদান কর্মসূচী। সমিতির নেতৃত্বরা বলেন যে  সম্প্রতি সংসদে পাশ করা নাগরিকত্ব সংশোধনী আইন- 2019 দেশ তথা রাজ‍্যের জাতীয় সংহতিকে বিপন্ন করবে। এমতাবস্থায় উক্ত আইন বাতিল এবং অনগ্রসর মুসলিমদের উন্নয়নের ব‍্যাপারে জেলা  প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা দরকার।  উপস্থিত ছিলেন সমিতির কেন্দ্রীয় কমিটির  সম্পাদক আবুল হোসেন, জেলা সভাপতি তসলিম উদ্দিন আহমেদ,  সম্পাদক মহাসিন আলী, আব্দুল মান্নান, জাহাঙ্গীর আলম সহ অন্যান্যরা।
                                                                                



SHARE

Author: verified_user

0 মন্তব্য(গুলি):

Please do not enter any spam link in the comment box