মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০

শ্রীসত্য সাই বালবিকাশ বার্ষিক ক্রীড়া উৎসব


নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি :জলপাইগুড়ি সাই সমিতির পক্ষ থেকে টিকিয়াপাড়া উপাসনা ক্লাব ময়দানে অনুষ্ঠিত হল শ্রীসত্য সাই বালবিকাশ বার্ষিক ক্রীড়া উৎসব । প্রশান্তি পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সকাল  থেকে শুরু হয়  ক্রীড়া উৎসব । খেলায় অংশ নেয় ঘুঘুডাঙা, টিকিয়াপাড়া,ভানুনগর,পান্ডাপাড়া, শরৎপল্লী বালবিকাশ কেন্দ্র ও শিল্পসমিতিপাড়া সাইবিদ্যালয়ের বালবিকাশ ছাত্রছাত্রীরা । সর্বমোট ৭৬ জন ছেলেমেয়েদের নিয়ে এই খেলা পরিচালনা করেন সমিতির সেবাদলেরা ও বালবিকাশ গুরুরা । ৫০ মিটার ও ১০০মিটার দৌড়, মেমোরী টেস্ট দৌড়,ফুল নিয়ে দৌড়,অঙ্ক কষা দৌড়,যেমন খুশি সাজো ও অভিভাবকদের জন্য পিলো পাসিং ইত্যাদি খেলার মধ্য দিয়ে জমজমাট হয়ে ওঠে ময়দান এলাকা । খেলাশেষে পুরস্কার বিতরণ ও ভগবান শ্রীসত্য সাইবাবার মূর্তিতে মঙ্গলারতি দিয়ে সমাপন হয় এই বার্ষিক উৎসবের ।
                                                                                       



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box