সোমবার, ২০ জানুয়ারী, ২০২০

শিশুদের মধ্যে স্বচ্ছতামন গড়ে তুলতে ওয়েলফেয়ার অর্গানাইজেশনের



সংবাদাতা ধীমান রায় ,জলপাইগুড়ি :শিশুদের মধ্যে স্বচ্ছতামন গড়ে তুলতে হোমের আবাসিক দের নিয়ে  অনুষ্ঠিত হল কর্মশালা।রবিবার কেন্দ্রীয় সরকারের নির্দেশে জলপাইগুডি রায়কত পাড়া হোমে শিশু দের মধ্যে স্বচছতামন গড়ে তোলার বিভিন্ন ধরনের কর্মসূচী পালন করলেন জলপাইগুডি ওয়েলফেয়ার অর্গানাইজেশন। বিভিন্ন কমসূচীর মধ্যে ছিল শিশুদের স্বচছতা নিয়ে আলোচনা ,গাছ লাগানো ও একটি শিশুর কি কি করণীয় তা দেখা। এই দিনের কমসূচীতে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের   সম্পাদক সঞ্জয় চক্রবর্তী, সুদীপ্ত দাস সহ অন্যান্যরা। সঞ্জয় চক্রবর্তী বলেন বিভিন্ন ধরনের সরকারি ও বেসরকারি হোমের আবাসিক দের নিয়ে এই ধরনের কর্মশালা  করার কাজ শুরু হয়েছে । এদিন  পচ্চিশটি  গাছ লাগানোর কমসূচী নেওয়া  হয়‍ ‌।
                                                                                    



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box