নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি : জলপাইগুড়ি নাগরিক মঞ্চের পক্ষ থেকে বুধবার জেলা শাসক দপ্তরে রেল পরিষেবার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ সহ উন্নতির বিষয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়। উল্লেখ্য যে তৎসংলগ্ন এলাকায় রেল পরিষেবা উন্নয়ন বিষয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেল-এর জেনারেল ম্যানেজার সঞ্জিব রায় বিগত তেরোই জানুয়ারি জলপাইগুড়ি স্টেশনের উপর দিয়ে হলদিবাড়ী স্টেশন পরিদর্শন করেন। ঐ দিন জেনারেল ম্যানেজারের সাথে নিউ জলপাইগুড়ি স্টেশনের ভি আই পি লাউঞ্জে রাতে জলপাইগুড়ির বিধায়ক ড. সুখবিলাস বর্মার পক্ষে থেকে দেখা এবং আলোচনা করেন বিধায়কের আপ্তসহায়ক তপন কুমার চক্রবর্ত্তী । এছাড়াও ঐদিন জলপাইগুড়ি নাগরিক মঞ্চের প্রতিনিধিরা ও জলপাইগুড়ি ট্যুর অপারেটাস্ ওয়েলফেয়ার আ্যসোসিয়েশনের প্রতিনিধিরা রেল পরিষেবার বিভিন্ন দাবি পত্র তুলে দেন। বুধবার জেলা শাসক অভিষেক তেওয়ারীর সঙ্গে জলপাইগুড়ি নাগরিক মঞ্চের প্রতিনিধিরা দেখা করেন এবং স্মারকলিপি প্রদান করেন। জলপাইগুড়ি নাগরিক মঞ্চের তরফে তপন কুমার চক্রবর্তী বলেন যে জলপাইগুড়ি স্টেশনে দৈঘ্য কম করে 600মিটার করতে হবে যাতে করে 24কোচের ট্রেন দাড়াতে পারে। দাজিলিং মেল ট্রেন কে হলদিবাড়ি পর্যন্ত চালাতে হবে, হলদিবাড়ী কোলকাতা সুপারফাস্ট ট্রেন একটি অতিরিক্ত এসি চেয়ারকার সহ প্রতিদিন চালাতে হবে। যুদ্ধ কালীন ভিত্তিতে রানীনগর হলদিবাড়ী সেকশনের বৈদ্যুতিকরণের কাজ সমাপ্ত করতে হবে। রাণীনগর জলপাইগুড়ি জংশন স্টেশনকে উন্নত করতে হবে। হলদিবাড়ী থেকে শেয়ালদা বা কোলকাতার জন্য একটি সুপার ফাস্ট ট্রেন অবিলম্বে চালাতে হবে। জলপাইগুড়ি রোড স্টেশনে পদাতিক এক্সপেসের স্থায়ী স্টপেজ সহ রাজধানী এক্সপেস বাদে সমস্ত ট্রেনের স্থায়ী স্টপেজ অবিলম্বে ঘোষণা করতে হবে সহ অন্যান্য দাবিতে এদিনের স্মারকলিপি প্রদান কর্মসূচী বলে তিনি জানান। উপস্থিত ছিলেন তপন কুমার চক্রবর্তী , কার্তিক চন্দ্র দাস, সব্যসাচী রায়।
0 মন্তব্য(গুলি):
Please do not enter any spam link in the comment box