শনিবার, ১১ জানুয়ারী, ২০২০

প্রতিবন্ধী শিশুদের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা


নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি : প্রতিবন্ধী শিশুদের বিশেষ শিক্ষা কেন্দ্রের চৌত্রিশ তম  প্রতিষ্ঠা দিবস উপলক্ষে  শনিবার শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। স্থান ফনীন্দ্রদেব বিদ‍্যালয়ের খেলার মাঠে। পরিচালনায় জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন। চব্বিশ টি ইভেন্টে একশো আশিজন জন বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র ছাত্রীরা প্রতিয়োগিতায় অংশগ্রহণ করে। ইভেন্ট গুলি বলনিক্ষেপ, আলু কুড়োনো দৌড়, বিস্কুট দৌড়,  চকলেট দৌড়, মেরিট টেস্ট, রিং ছোড়া সহ অন্যান্য খেলা। উপস্থিত ছিলেন সভাপতি অমল রায়, সহ সভাপতি কমল কৃষ্ণ ব‍্যানাজি , সম্পাদক সঞ্জয় চক্রবর্তী , বিদ‍্যালয়ের প্রিন্সিপাল স্বাতী মিত্র মজুমদার সহ অন্যান্যরা ‌।
                                                                               



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box