বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০

নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি দশ দফা দাবিতে

SHARE

নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি :নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি জলপাইগুড়ি জেলা কমিটি পক্ষ থেকে দশ দফা দাবিতে বুধবার স্মারকলিপি প্রদান করা হয় প্রাথমিক শিক্ষা সংসদে সভাপতি ও সচিবের কাছ। সংগঠনের সম্পাদক বিপ্লব ঝাঁ বলেন ২০০০সালে নিয়োগ প্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা আঠারো বছর চাকরি জীবন পার করলেও এখনো তাদের বকেয়া প্রাপ্ত পায় নি । রোপা ১৯ বাস্তবায়ণ হবার পূর্বে যদি শিক্ষক শিক্ষিকাদের প্রাপ্ত এ ক্যাটাগরিতে উন্নিত করা না যায় তাহলে অনেক শিক্ষক শিক্ষিকা বর্ধিত বেতন থেকে বঞ্চিত হবে । এছাড়া শিক্ষা দপ্তর থেকে যে রোপা বেড়িয়েছে তা ত্রুটিপূর্ণ। অনেক ক্ষেত্রে জুনিয়র শিক্ষক শিক্ষিকাদের বেতন সিনিয়র শিক্ষক শিক্ষিকাদের থেকে বেশি হয়ে যাবে ।কোন পে প্রটেকশন না থাকায় পুরোনো শিক্ষক শিক্ষিকারা বঞ্চিত হচ্ছেন।শিক্ষা দপ্তরের কাছে বারংবার জানানোর পরেও তা সংশোধনের কোন উদ্যোগ শিক্ষা দপ্তর বা রাজ্য সরকার নিচ্ছেন না। এছাড়া ও দু হাজার সতেরো সালে নিযুক্ত শিক্ষক শিক্ষিকারা আজও প্রথম মাসের বেতন পেল না । এর বিরুদ্ধে রাজ্যের পাশাপাশি জেলা জুড়ে শিক্ষক শিক্ষিকাদের ক্ষোপ বাড়ছে। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির দাবি জানিয়েছেন জেলা আধিকারিকদের দ্রুত এই সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। উপস্থিত ছিলেন বিপ্লব ঝা,নীলাদ্রি অধিকারী, সুদীপ্ত চাকি, রাজীব ব‍্যানাজি, অরুনা ভদ্র সহ অন্যান্যরা।
                                                                                


SHARE

Author: verified_user

0 মন্তব্য(গুলি):

Please do not enter any spam link in the comment box