শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০

ফিস ফুড মেলা

SHARE

সংবাদাতা সুজয় রায় ,জলপাইগুড়ি :জলপাইগুড়ির  মিলন সংঘ ময়দানে শুরু হয়েছে ফিস ফুড মেলা । জলপাইগুড়ির  ফিসার হোলসেল মার্চেন্ট আসোসিয়েশনের উদ্যগে ২৪ শে জানুয়ারী  থেকে ২৬ শে জানুয়ারী  শুরু হয়েছে মেলা। আর সেই  মেলায়  বাংলাদেশের  যেমন এসছে ডাকাই জামদানি  শাড়ি,  বাংলাদেশের  খেজুর  গুড়, বাংলাদেশের  ইলিশ মাছ । ইলিশ মাচ্ছ ব্যাবসায়ী বিস্বজিৎ দাস বলেন  পেট্রোপল সিমান্ত দিয়ে  এক্সপোর্টের  মাধ্যমে  বাংলাদেশের তিন টন বাংলার ইলিশ মাছ নিয়ে আসা হয়েছিল । প্রতিদিনই মেলায় বিক্রি চলছে। ১২০০  গ্রামের সাইজ  প্রতি কেজি-- ১৫০০/ টাকা, ১ কেজি ওজনের  দাম ১২০০/ টাকা দরে দেদার বিক্রি হচ্ছে। মেলায় আসা মিহির সেনগুপ্ত বলেন মেলায় আসা এক মাত্র বাংলার ইলিশের জন্য ই।  ইলিশ কিন বো না তা কি হয়।  বাংলার ইলিশের  পাশাপাশি  খেজুড় গুড়ের ও চাহিদা তুঙ্গে । বাংলাদেশের  খেজুর গুড় ৩০০ থেকে ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
                                                                                     



SHARE

Author: verified_user

0 মন্তব্য(গুলি):

Please do not enter any spam link in the comment box