নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি :আজ বড়দিন উপলক্ষ্যে, আরোহণ নামের স্বেচ্ছাসেবী সংস্হার পক্ষ থেকে রায়কতপাড়া ইয়ং এ্যাসোসিয়েশনের খেলার মাঠে ছোটদের জন্য আয়োজন করা হয়েছিল kids carnival এর। দ্বিতীয়বর্ষে অনুষ্ঠানে শিশুদের মধ্যে ইতিমধ্যেই খুব জনপ্রিয়। সারাদিন ব্যাপী চলা এই অনুষ্ঠানে ৪- ১৪ বছর বয়সী প্রায় ২৫০টি শিশু বিভিন্ন অভিনব এবং মজাদার খেলায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শুভ সূচনা হয় জলপাইগুড়ি সদর মহকুমা শাসক রঞ্জন কুমার দাস এর হাত ধরে। এছাড়াও অনুষ্ঠানে উপস্হিত ছিলেন জলশহরের বিভিন্ন সুপরিচিত ব্যক্তিত্ব।শুধুমাত্র খেলাধূলাই নয়, আজকের এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হসপিটালের পরিচালিত চক্ষু পরীক্ষা শিবির। আরোহণ এবং জলপাইগুড়ি লায়ন্স ক্লাব জেনেসিস এর যৌথ উদ্যোগে আয়োজিত এই শিবিরে ছোট বড় মিলিয়ে প্রায় ২০০ জন পরিষেবা প্রাপ্ত হন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box