মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯

শ্রমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বছরে শেষ দিনে মেতে উঠলো নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সদস্যরা


নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি :তিস্তা স্পেশাল প্রাথমিক বিদ্যালয়  কেন্দ্রীয় সরকারের অধীনে শ্রমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে বছরের শেষ দিনটি কে একটু অন্য ভাবে কাটালো নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সদর জোনাল কমিটির সদস্যরা ।তিস্তা পারের তিস্তা স্পেশাল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা আনন্দে মেতে ওঠে। শিশুরা বসে আঁকোতেও অংশ গ্রহণ করে। সুন্দর ছবি একে তাক লাগিয়ে দেয় শিক্ষক শিক্ষিকাদের । 
                                                                                  


নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির নেতা অসিত রক্ষিত বলেন আমরা সংগঠনের পক্ষ থেকে এখানে উপস্থিত হয়ে দারুণ আনন্দ পেয়েছি। শিশুরা সুন্দর ছবি একেছে। আজকে দিনটি শিশুদের নিয়ে আনন্দ করতে পেরে ভালো লাগছে। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষ্ণ সেন, নীলাদ্রি অধিকারী, অসীম কর , প্রসূন কর , অনুপ ভৌমিক ,জ্যোতি বিকাশ কর, আবীর চক্রবর্তী ,মমতাজ বেগম ,শিবানী পাল  শঙ্কর শীল ,রতন মন্ডল প্রমুখ
                                                                                   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box