সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯

জাতীয় উপভোক্তা দিবস

SHARE

ক্রেতা সুরক্ষা আইন 1986 সালের 24শে ডিসেম্বর পাশ হয়। জাতীয় উপভোক্তা দিবস সারা ভারতবর্ষে পালিত হয় চোদ্দই ডিসেম্বর। সোমবার জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তর থেকে জাতীয় উপভোক্তা দিবসের  ট‍্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলাশাসক অভিষেক তেওয়ারী। কনজিউমার   এফেয়াস  জলপাইগুড়ি রিজুওনাল অফিসের আ্যসিটেন্ট ডিরেক্টর বিধান চন্দ্র ঘড়াই বলেন যে এই ‌ ট‍্যাবলো দশদিন গোটা জেলা জুড়ে প্রচার করবে। আগামীকাল জাতীয়  উপভোক্তা দিবসের মূল অনুষ্ঠান   মালবাজার সাবডিভিশনের সুভাষসিনী গার্লস হাই স্কুলে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হবে।
                                                                                     



SHARE

Author: verified_user

0 মন্তব্য(গুলি):

Please do not enter any spam link in the comment box