বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯

জলপাইগুড়ির জেলার দেড়শো বছর পূর্তি


নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি :জলপাইগুড়ির জেলার দেড়শো বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে‌র আয়োজন করা হচ্ছে জলশহরে। ৩১ ডিসেম্বর এই অনুষ্ঠান উপলক্ষে জেলার লোকসংস্কৃতি ও আদিবাসি জনজাতিদের মডেল হিসেবে তুলে ধরা হবে।  বুধবার  সাংবাদিক সম্মেলনে করে জানান এসজেডিএ চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মন। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান মোহন বসু। জেলা ক্রীড়া সংস্থার সচিব কুমার দত্ত, আইসি বিশ্বাশ্রয় সরকার সহ অন্যান্যরা। এসজেডিএ চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মন জানান, জলপাইগুড়ির জেলার দেড়শো বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে‌র আয়োজন করা হচ্ছে শহরে। মিলন সঙ্ঘ ময়দানে হবে এই অনুষ্ঠান। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকবে আতসবাজির প্রদর্শন। এছাড়া জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লকের দশটি দলকে নিয়ে হবে একটি ক্রিকেট প্রতিযোগিতা। জেলার দেড়শো বছর উপলক্ষে একটি স্মরনীকা  প্রকাশ করা হচ্ছে এসজেডিএ-র পক্ষ থেকে।
                                                                                   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box