বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯

নিখিল বঙ্গ শিক্ষক সমিতির কেন্দ্রের সরকারের CAA ও NRIC আইনে বিরুদ্ধে আলোচনা সভা


নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি: আজ নিখিল বঙ্গ শিক্ষক সমিতি (ABTA) জলপাইগুড়ি জেলা শাখার উদ্যোগে শিক্ষক ভবন, কদমতলা, জলপাইগুড়িতে অনুষ্ঠিত হলো একটি আলোচনা সভা। এই আলোচনা সভার বিষয়বস্তু ছিল "নাগরিক সংশোধনী আইন ২০১৯ (CAA) ও জাতীয় নাগরিক পঞ্জি করণ (NRIC) - সত্যতা ও স্বরূপ"। আলোচনা করেন জলপাইগুড়ি তথা রাজ্যের শ্রমিক আন্দোলনের বিশিষ্ট নেতৃত্ব জিয়াউল আলম ও প্রসন্ন দেব মহিলা মহাবিদ্যালয়ের অধ্যাপক রূপন সরকার। এই দুই আলোচক তাঁদের আলোচনায়  এই CAA ও NRIC আমাদের দেশের সংবিধানের দুই মূল স্তম্ভ গনতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা র ওপর আঘাত এবং মানুষের মধ্যে বিভাজন করানোর একটি অপচেষ্টা। বিজেপি ও আর এস এস র যে হিন্দুত্ব বাদী রাজনীতি তারই অঙ্গ হলো এই বিষয় গুলো। কেন্দ্রের বি জে পি র সার্বিক ভাবে ব্যর্থতাকে আড়াল করতেই এই আইন। আলোচনার পরে একটি প্রশ্নোত্তর পর্ব ও ছিলো। এই সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন এ বি টি এ র জেলা সম্পাদক প্রসেনজিৎ রায় ও সভাপতিত্ব করেন জেলা সভাপতি প্রণব দত্ত। উপস্থিত ছিলেন সমিতির নেতৃত্ব - সাধারণ সদস্য বন্ধু সহ প্রায় ৭৫ জন শিক্ষক - শিক্ষাকর্মী সহ অন্যান্য অংশের মানুষ।


                                                                                       



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box