নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি :বড়দিনের সকালে বড় মনের পরিচয় দিল জলপাইগুড়ির কংগ্রেস পাড়ার ছোটরা। নিজেরা টাকা জমিয়ে শহরের দুই হোমের আবাসিকাদের হাতে কম্বল তুলে দিল তারা। কংগ্রেস পাড়ার কয়েকটি পরিবারের বাচ্চারা মিলে গড়ে তুলেছে এআই ক্লাব। এই ক্লাবের খুদেদের একটাই লক্ষ্য পড়াশোনার ফাঁকে অসহায় মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। এতে উৎসাহ দিতে ভুলেন না অভিভাকরাও। বড়দিনের সকালে এআই ক্লাবের খুদেরা প্রথমে যায় অনুভব হোমে। হোমের আবাসিকা শিশু কিশোরীদের হাতে ৫০টি কম্বল তুলে দেয় কংগ্রেস পাড়ার বাচ্চারা। আবাসিকাদের সঙ্গে মিলে কেকও কাটে তারা। অনুভবের আবাসিকাদের হাতে কিছু উপহারও তুলে দেওয়া হয়। অনুভবের কাজ সেরে কংগ্রেস পাড়ার খুদেরা অভিভাবকদের সঙ্গে নিয়ে ছুটে যায় শহরের দক্ষিণ পান্ডা পাড়ার নিজলয় হোমে। নিজলয়ের আবাসিকাদের হাতেও 70টি কম্বল তুলে দেয় এআই ক্লাবের খুদে সদস্যরা। এখানেও কেক কাটার পর চলে উপহার দেওয়ার পালা। ক্রিসমাসের পবিত্র দিনে হোমের অসহায় শিশু কিশোরীদের পাশে দাঁড়াতে পেরে খুশি কংগ্রেস পাড়ার এআই ক্লাবের সদস্যরা।
0 মন্তব্য(গুলি):
Please do not enter any spam link in the comment box