নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি : পেঁয়াজ বিক্ষোভ জলপাইগুড়িতে। শুক্রবার জলপাইগুড়ির সুফলবাংলা স্টলে পেঁয়াজ না পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন পেঁয়াজ কিনতে আসা ক্রেতারা। ঘটনাস্থলে কোতোয়ালী থানার পুলিশ। জানা গেছে প্রতিদিনের মতো এদিনও সুফল বাংলায় বিকেল পাঁচটা থেকে পিয়াজ দেওয়া শুরু হয় । এই খবর পেয়ে এদিন বিকেল থেকেই পেঁয়াজ কিনতে ক্রেতাদের লম্বা লাইন পড়ে যায় সুফল বাংলার সামনে । লাইনে থাকা কিছু ক্রেতা পেয়াজ না পেয়ে বিক্ষোভ দেখান তারা। কেউ কেউ আবার পেয়াজ না পেয়ে খোদ মুখ্যমন্ত্রীর অনুগামী বলে ও ক্ষোভ প্রকাশ করেন। সুফাল বাংলা স্টলে ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কোতয়ালী থানার পুলিশ। অবশেষে পুলিশের হস্তক্ষেপে ক্রেতাদের দেখাতে হয় সুফালবাংলার দৈনন্দিন কেনাকাটার তালিকাও। এদিন স্টলে পেঁয়াজ কিনতে আসা ক্রেতা সুজাতা মাহতো বলেন বিকেল পাঁচটা থেকে লাইনে দাঁড়িয়ে ছিলাম কিন্তু লাইন শেষে দেখা গেছে যে পেঁয়াজ শেষ । দীর্ঘক্ষন লাইনে থাকার পরও পড়ে জানতে পারি পেঁয়াজ শেষ । তাহলে অগ্রিম যত জনকে আগে পেঁয়াজ দেওয়া হবে শুধু । তাদের কেন কুপন দেওয়া হল না । তাহলে তো সাধারন মানুষকে এই দুর্ভোগের শিকার হতে হয় না। অন্যদিকে স্টলের কর্মরত শাহাদাত সরকার তিনি বলেন প্রতিদিনের মতো আজকেও প্রায় আট বস্তা পেঁয়াজ বিলি করা হচ্ছিল উনষাট টাকা কেজি দরে। জনপ্রতি পাচশো গ্রাম করে দেওয়া হচ্ছিল । কিন্তু সিমিত পেঁয়াজের বাইরে লম্বা লাইন পড়ে যায়। যার দরুন পেঁয়াজ শেষ হয়ে গেলে লাইনে থাকা কিছু ব্যাক্তি পেয়াজ না পেয়ে তারা ক্ষোভে ফেটে পড়েন। তাদের দাবী দীর্ঘক্ষন লাইনে থেকেও কেন পেঁয়াজ পাচ্ছিনা অবিলম্বে তার ব্যবস্থা করতে হবে । এদিন অবশেষে পুলিশের হস্তক্ষেপে এরপর বাকি আরো চব্বিশ জনকে অগ্রিম পেয়াজ কেনার কুপন দেওয়া হয়।
বাইট ঃ ক্রেতা -- সুজাতা মাহাতো
বাইট ঃ স্টলে কর্মরত সাহাদাত সরকার।
0 মন্তব্য(গুলি):
Please do not enter any spam link in the comment box