শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯

রামকৃষ্ণ মিশন শীতের পোশাক তুলে দিল

SHARE

নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি ; 40হাজার গরীব মানুষের হাতে শীতের পোশাক তুলে দিল রামকৃষ্ণ মিশন। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনআশ্রমের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও শীতের পোশাক জলপাইগুড়ি জেলা ছাড়াও জেলার অন্যান্য জায়গার গরিব ও দুস্থ মহিলা পুরুষ বাচ্চাদের হাতে তুলে দেবা হয়।শুক্রবার  কম্বল শাড়ি শীতের কাপড় সোয়েটার ইত্যাদি বিতরণ করা হয় । জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকার প্রায় 2 হাজার মানুষের হাতে এই ধরনের শীতবস্ত্র তুলে দেওয়া হয় রামকৃষ্ণ মিশন আশ্রম এর ত‍রফে এই দিন। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রম এর সম্পাদক শিভপ্রেমা নন্দ জী মহারাজ বলেন আগামী দিনে সংশোধনাগারের বন্ধীদের হাতে ওশীতবস্ত্র তুলে দেয়ার পাশাপাশি স্বামী বিবেকানন্দের বিভিন্ন বাণীর বই তাদের হাতে তুলে দেওয়াহবে।
                                                                                    



SHARE

Author: verified_user

0 মন্তব্য(গুলি):

Please do not enter any spam link in the comment box