রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯

হিমালায়ান ফ্রী চার্চের মিউজিকাল সন্ধ্যার


নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি :প্রাক্ বড়দিন উপলক্ষে জলপাইগুড়ি ভানু নগর এলাকায় অবস্থিত হিমালায়ান ফ্রী চার্চের পক্ষ থেকে শনিবার  একটি মিউজিকাল সন্ধ্যার আয়োজন করা হয়। দ্য ক্রাইস্ট মিউজিক্যাল ইভিনিং 2019 উপস্থাপনায় জলপাইগুড়ি ভানু নগর হিমালায়ান ফ্রী চার্জ এর উদ্যোগে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে জলপাইগুড়ি শহরের প্রায় সাতটি  রিচার্জ এর সদস্যরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে খ্রিস্টীয় ব্যান্ড কালিংপং থেকে আগত ইউসেপ মিনিস্ট্রি কালিংপং বাই বিজ্ঞান এন্ড লিদিয়া রাই। খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষের পাশাপাশি ধর্ম বর্ণ নির্বিশেষে বহু মানুষ আজকের এই সন্ধ্যাকালীন অনুষ্ঠানে উপস্থিত হন । প্রভু যীশুর জন্মের শুভ বার্তা নিয়ে বাইরে থেকে আগত পাদ্রীরা তাদের বক্তব্য রাখেন পবিত্র বাইবেল থেকে। এছাড়াও নিত্য সঙ্গীত ও প্রভু যীশুর ওপর ভিত্তি করে একটি নাটক  মঞ্চস্থ হয়।  কালিম্পং থেকে আগত বিখ্যাত এই ব্যান্ড তাদের সংগীত শুনে মুগ্ধ অনেকেই তার পাশাপাশি জলপাইগুড়ি ফ্রেন্ডস ব্যাপ্টিস্ট চার্চ এর পক্ষ থেকে একটি নাটক পরিবেশন করা হয় । সেই নাটকটিও খুব প্রশংসনীয় বলে জানান স্থানীয় এলাকাবাসীরা।   অনুষ্ঠানের শেষে বিনামূল্যে পবিত্র বাইবেল বিলি করা হয়।
                                                                                 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box