সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯

প্রকাশে প্রচেষ্টা শীতবস্ত্র বিতরণ

SHARE

সংবাদাতা সুজয় সরকার ,জলপাইগুড়ি :ভরা শীতের মরসুমে শীতবস্ত্রের অভাবে টেকা দায় হয় উত্তমবঙ্গের চা বাগিচা এলাকার মানুষের। বিশেষ করে বন্ধ বাগান বা ধুঁকতে থাকা বাগানের শ্রমিকদের অবস্থা সবচেয়ে বেশি শোচনীয়। এই পরিস্থিতিতে প্রতিবারের মতো এবারও জলপাইগুড়ি জেলার চা বলয়ে গরম পোশাক শীতবস্ত্রসহ বিভিন্ন পোশাক তুলে দিলো হুমাইপুর প্রকাশ ফাউন্ডেশন। সংগঠনের জলপাইগুড়ি এবং ময়নাগুড়ি ইউনিটের উদ্যোগে জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের নাগেশ্বরী চা বাগানের ২২ নং সেকশনে অসংখ্য শিশু নারী পুরুষের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র এবং গরম পোশাক। রবিবার সকালে জলপাইগুড়ি থেকে গাড়ি বোঝাই করে জামাকাপড় নিয়ে রওনা দেন প্রকাশের সদস্যরা। ময়নাগুড়ি থেকেও আরও একদল সদস্য যোগ দেন তাদের সাথে। এরপর ইন্ডং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নাগেশ্বরী চা বাগানে গিয়ে জামাকাপড় বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি নব্যেন্দু মৌলিক, রাজ্য সম্পাদক সাগ্নিক দত্ত সহ অসংখ্য সদস্য এবং দুই ইউনিটের প্রতিনিধিরা। বস্ত্রবিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান ও দুই সমাজকর্মী। পোশাক বিতরণ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের রাজ্য সভাপতি নব্যেন্দু মৌলিক জানান, প্রতিবছরই এই অনুষ্ঠান তারা করে থাকেন। বিভিন্ন চা বাগানে গিয়ে তাদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। নতুন পুরাতন দুই ধরনের বস্ত্র লাগাতার মানুষের হাতে প্রয়োজন অনুযায়ী তুলে দেওয়া হয়। যদিও এদিনের অনুষ্ঠানে পুরাতন জামাকাপড় মানুষের থেকে সংগ্রহ করে সেটাই তুলে দেওয়া হয়েছে। এইবছরের শীত হার মানিয়েছে বিগত বছরগুলিকে। সেই দিকে নজর রেখে এবার অনেক বেশি বস্ত্র মজুত করা হয়েছিল। তাই প্রায় প্রত্যেকেই একাধিক বস্ত্র পেয়েছেন বলেও জানান তিনি। প্রকাশ ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় ইন্ডং গ্রাম পঞ্চায়েতের প্রধান। শীতে গরম জামাকাপড় পেয়ে খুশি চা বাগিচা এলাকার বাসিন্দারা।
                                                                                  

SHARE

Author: verified_user

0 মন্তব্য(গুলি):

Please do not enter any spam link in the comment box