সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯

বন্দি বিষ খেয়ে আত্মহত্যায় চেষ্টা 


নিজস্ব সংবাদাতা  ,জলপাইগুড়ি : জলপাইগুড়ি জেলা দায়রা আদালতে কোর্ট হাজতে এক বন্দির বিষ খেয়ে আত্মহত্যা চেষ্টা অভিযোগ উঠল। ঘটনাকে কেন্দ্র করে সোমবার দুপুরে আদালত চত্বরে চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে, ওই বন্দির নাম ধনু সরকার। গাঁজা পাচারের অভিযোগ গ্রেফতার হয় ওই অভিযুক্ত। বন্দিকে আশংকাজনক অবস্থায় সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে নিয়ে যাওয়া হয়েছে। 
 কোর্ট হাজাতে একাধিক বিচারাধীন বন্দি ও আসামী এসে থাকেন। অভিযোগ, এদিন দুপুরে কোর্ট হাজতের ভিতরে এক বন্দি বিষ খেয়ে আত্মহত্যায় চেষ্টা করে। হাজতের থাকা নিরাপত্তা কর্মীদের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ওই বিচারাধীন বন্দি কি করে কোর্ট হাজতের ভিতরে বিষের বোতল পেল। নিরাপত্তার খামতি রয়েছে বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের দাবি, ছোট সাদা বোতলে বিষ ছিল। সেই বোতলের সাদা রঙের বিষ খেয়ে হাজতের ভিতরে অচৈতন্য হয়ে পরে ওই বন্দি।  ওই বিচারাধীন বন্দির অভিযোগ, মিথ্যে মামলা দিয়ে গাজা কেসে ফাসানো হয়েছে তাকে। বাড়িতে বাবা অসুস্থ তারপরেও  ছাড়া হয়নি। এই কারণে আত্মহত্যার চেষ্টা।আদালতের আইনজীবী কল্পনা রায় বলেন, আমি সামনে ছিলাম। দেখলাম সাদা বোতলে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।যদিও এই বিষয়ে কোর্ট হাজত কর্তৃপক্ষ কোন মন্তব্য করেননি।
                                                                                 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box