সংবাদাতা সুজয় সরকার ,জলপাইগুড়ি : টেলিস্কোপের সাহায্যে বৃহস্পতিবার সূর্যগ্রহণ প্রত্যক্ষ করণের ব্যবস্থা করা হল। লাইট অফ সাইন্সের পক্ষ থেকে। এদিন জুবিলি পার্ক সংলগ্ন তিস্তা স্পারে লাইট অফ সাইন্সের পক্ষ থেকে টেলিস্কোপের সাহায্যে শহরবাসীদের সূর্যগ্রহণের সৌন্দর্য পর্যবেক্ষণ করান হয়। তিস্তার পারে সকাল থেকেই প্রচুর মানুষের ভিড় ছিল সূর্য গ্রহন দেখার জন্য সূর্য গ্রহ দেখার জন্য সোলার ফিল্টার ব্যবহার করছে। ছোট ছোট শিশু থেকে শুরু করে বড়রা তিস্তার পারে আজ সকালে বেশ জমজমাট পরিবেশের মাধ্যমে দিনটি উপভোগ করছে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box