রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯

পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্য কর্মীদের দ্বিতীয় সম্মেলন


নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি :পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্য কর্মী ইউনিয়ন জলপাইগুড়ি জেলা শাখার  দ্বিতীয় সম্মেলন রবিবার   কর্মচারী ভবনে অনুষ্ঠিত হল । পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে  সম্মেলন শুরু হয় । পতাকা উত্তোলন করেন  সংগঠনের সভানেত্রী নেহার বেগম।  সম্মেলনকে সামনে রেখে এদিন একটি মিছিল অনুষ্ঠিত হয় ।  সম্মেলনে এছাড়াও উপস্থিত  ছিলেন  সম্পাদিকা চুমকি দাস ,  আলপ্ না ছেত্রী , লক্ষী সরকার , জিয়াউল আলম, কৃষ্ণ সেন , পিয়ূস মিশ্র  সহ অন্যান্য নেতৃবৃন্দরা । প্রতিবেদন পাঠ সহ বিভিন্ন দাবী  নিয়ে উপস্থিত নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।  দাবী গুলো গ্রাম পঞ্চায়েত ভিত্তিক ইউনিট গঠনের কাজ 2020 ডিসেম্বরের মধ্যে শেষ করা,  কর্মক্ষেত্রে আশা কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা, আশাদের প্রতিটি নাসিং কলেজে আসন সংরক্ষণ করা, প্রত‍্যেক আশাদের দ্রুত পিএম সুরক্ষা যোজনা ও পিএম জীবন জ‍্যোতি বিমা যোজনায় অন্তর্ভুক্ত করা সহ অন‍্যান‍্য দাবী দাওয়া নিয়ে  সম্মেলনে আলোচনা সংগঠিত হয়।
                                                                                          

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box