সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯

যুব সংসদ প্রতিযোগিতা সেরা জেলা স্কুল


নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি :পশ্চিমবঙ্গ সরকারের পার্লামেন্টারী এফেয়ার্স  বিভাগের পক্ষ থেকে একুশে ডিসেম্বর যুব সংসদ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতা বিদ্যালয় এবং কলেজ স্তরে ও অনুষ্ঠিত হয়েছিল। বিদ্যালয় স্তরে প্রতিযোগিতায় 2019 সালে প্রথম এফডি আই  বিদ্যালয় অনুষ্ঠিত হয়েছিল । জলপাইগুড়ি পৌরসভা ভিত্তিক প্রতিযোগিতা এবং সেই প্রতিযোগিতায় জলপাইগুড়ি জিলা স্কুল প্রথম স্থান অধিকার করে । জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট লেভেল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সেটাতে জলপাইগুড়ি জেলা স্কুলে অনুষ্ঠিত হয়েছিল সেখানেও জেলা স্কুল প্রথম স্থান অধিকার করে এবং জেলা থেকে ডিভিশনাল লেভেলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ছাড়পত্র  আদায় করে নেয়। গত 21 ডিসেম্বর শনিবার আলিপুরদুয়ার কলেজে অনুষ্ঠিত হয় ডিভিশনাল লেভেল যুব সংসদ প্রতিযোগিতা । বিদ্যালয় স্তরে এবং এই প্রতিযোগিতায় ঠিক একইভাবে পাঁচটি জেলার মধ্যে জেলা  স্কুল  প্রথম স্থান অধিকার করে । এই বিদ্যালয়ের ছাত্র পার্থিব সেনগুপ্ত পৌরসভা  লেভেলে  এবং সর্বশেষ ডিভিশনাল লেভেলে বিরোধীদলীয় নেতার ভূমিকায় অবতীর্ণ হয়ে প্রথম পুরস্কার লাভ করে । হ্যাটট্রিক করার সুযোগ পায় এবং এই বিদ্যালয়ের ছাত্র সায়ক গোস্বামী স্পিকারের ভূমিকায় ডিস্ট্রিক্ট লেভেল প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে । প্রতিযোগিতায় প্রথম হবার সুবাদে ট্রফি পেয়েছে এবং তার সঙ্গে এক লক্ষ টাকা পুরস্কার মূল্য হিসেবে অর্জনকরেছে। সোমবার জলপাইগুড়ি জেলা  স্কুলে ছাত্রদের  পুরস্কৃত করার পাশাপাশি  সম্বর্ধনা দেওয়া হয় । তার সঙ্গে যে মাস্টারমশাইদের তত্ত্বাবধানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে তাদেরকেও  সম্বর্ধিত  করা হয়। বিদ্যালয়ের  শিক্ষক হৃদয় বসুমাতা,  শিক্ষক  শৈলেশ মিত্র  এবং  অরুন কৃষ্ণ ঘোষ মহাশয়কে সংববধনা দেওয়া হয় এদিন  বিদ্যালয়ে ।  আগামী 11, 12 এবং 13 ই জানুয়ারি রাজ্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে কলকাতার সল্টলেকের বিধান নগর কলেজে । সেখানে জেলা স্কুল বিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ছাড়পত্র পেয়েছে ।
                                                                                     


                                                                                     

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box