রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯

বই প্রকাশ

SHARE

নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি: খ্যাতনামা লেখকের বই প্রকাশ অনুষ্ঠান পাশে, বইও প্রকাশিত এবং সাথে চলবে ' গল্প পাঠের আড্ডা'। 'এখন ডুয়ার্স ' কর্তৃপক্ষ এদিনের অনুষ্ঠানের আয়োজন ।এখন ডুয়ার্স' কর্তৃক প্রকাশিত চারখানি গ্রন্থ শনিবার কদমতলার একটি হোটেলের সভাকক্ষে উদ্বোধন হয়। শ্রী প্রমোদ নাথের লেখা ' আদিবাসী অসুর সমাজ ও সংস্কৃতি' নাট্য ব্যক্তিত্ব প্রয়াত রবিশ্বর ভট্টাচার্য রচিত ' নাট্য চতুষ্টয়' শ্রী রনজিৎ কুমার মিত্র লিখিত ' কথায় কথায় জলপাইগুড়ি' এবং শ্রী প্রশান্ত নাথ চৌধুরীর লেখা 'শ্রম ও জীবিকার উত্তরপক্ষ' আলোর মুখ দেখেছে। শহরের লেখক শিল্পী সমাগমে ও আলোচনায় অনুষ্ঠান প্রানবন্ত হয়ে ওঠে। 'গল্প পাঠের আড্ডা দীর্ঘস্থায়ী হয়েছিল।  সম্পাদক শ্রী প্রদোষে কুমার সাহার সঞ্চালনা মনোগ্রাহী ছিল। উপস্থিত ছিলেন কলকাতা থেকে আগত  সাহিত্য কর্মী শ্রীগৌতমেন্দু রায়, গুয়াহাটি থেকে সাংবাদিক সাহিত্যিক সময় দেব, শিলিগুড়ি থেকে সাহিত্যিক লেখক বিপুল দাস, প্রমোদ নাথ, তপন রায়, দেবপ্রসাদ রায়, দেবী প্রসাদ রায় সহ অন‍্যান‍্যরা।
                                                                                    

                                                                                   




SHARE

Author: verified_user

0 মন্তব্য(গুলি):

Please do not enter any spam link in the comment box