শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯

2300 কিলোমিটার পথ অতিক্রম



সংবাদাতা ধীমান রায় ,জলপাইগুড়ি :অভিনব প্রচেষ্টা সাইকেল চালিয়ে 2300 কিলোমিটার পথ অতিক্রম করে সমাজ সচেতনতায় বার্তা বহন করতে উদ্যোগ নিয়েছে কলকাতা বারাসাতএর সঞ্জয় সরকার।সঞ্জয় সরকার জানিয়েছেন আমি বারাসাত থেকে সাইকেল চালিয়ে এসেছি আমি মূলত নর্থইস্ট যাব তাই কলকাতা থেকে  শিলিগুড়ি জলপাইগুড়ি গোহাটি এবং সেখান থেকে শিলং এর উদ্দেশ্যে যাবো। কলকাতা 2300 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসেছি এবং আমার কিছু ভিশন আছে সেটা হচ্ছে আপনারা রক্তদান করতে পারেন বছরে চারবার অন্তত একবার রক্তদান করে দেখুন কারণ দেখবেন রক্তের অভাবে যে মানুষ মারা যাচ্ছে সেটা অনেকটাই কমে আসবে আরও একটা জিনিস প্লাস্টিক ব্যবহার করা বন্ধ করতে হবে। কারণ প্লাস্টিক এর 1000 বছর লাগে মাটির সাথে মিশে যেতে এবং মাটির সংস্পর্শে আসলে সেটা বিষাক্ত করণের কারণ হয়ে দাঁড়ায় আর যার কারণে তাড়াতাড়ি পৃথিবীর ভারসাম্য নষ্ট হচ্ছে এমনকি আপনি জানেন রাজস্থানে জল সংকট দেখা দিয়েছে। একটা সময় ভারতের সব জায়গাতেই চাষবাস হত কিন্তু এখন পাঞ্জাবে বেশিরভাগ চাষাবাদ হয়, জলের অভাবে চাষাবাদ বন্ধ হয়ে গেছে প্রায় বেশিরভাগ স্থানেই এবং গাছ আপনি জানেন একটা গাছ থেকে কত রকম উপকার হয় আপনি ঘরে একটা এসি লাগালে মাস গেলে 10-15 টাকা খরচা হয় কিন্তু একটা গাছ লাগালে কোন খরচা হবে ঠান্ডা বাতাস পাওয়া যায় আপনি একবার আমার কথাটা শুনে এই মেসেজটা শুনুন ভালো লাগবে এবং কাজেও লাগবে। এবং পৃথিবীর ভারসাম্য রক্ষা হবে।
                                                                               

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box