জলপাইগুড়ি: Pampers এর উপযোগিতা কি এবং কেন শিশুদের Pampers ব্যবহার করবে এই বিষয়ে শনিবার একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় সরোজেন্দ্র দেব রায়কত সাংস্কৃতিক কলা কেন্দ্রে। বাচ্চাদের প্যাম্পার্রস এবংপ্যাম্পার্রস ব্যবহারের প্রয়োজনীয়তা সহ এবং স্বচ্ছতার বিষয় নিয়েও আলোচনা করবেন শিশুদের মায়েরা যাতে এই বিষয়ে আরও সচেতন হয় সেদিকে লক্ষ্য রেখেই এদিনের এই কর্মসূচির আয়োজন করা হয়েছে পৌরসভার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে । স্বাস্থ্য কর্মী অনিন্দিতা দে জানিয়েছেন প্রায় হাজার জন শিশু ও মায়েরা এই অনুষ্ঠানে যোগদান করেছেন এখন পর্যন্ত এবং প্রতিটি বাচ্চাদেরই বয়স অবশ্যই ০ থেকে ৪ বছর পর্যন্ত হতে হবে।
শিশুদের Pampers সচেতনতা শিবির
জলপাইগুড়ি: Pampers এর উপযোগিতা কি এবং কেন শিশুদের Pampers ব্যবহার করবে এই বিষয়ে শনিবার একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় সরোজেন্দ্র দেব রায়কত সাংস্কৃতিক কলা কেন্দ্রে। বাচ্চাদের প্যাম্পার্রস এবংপ্যাম্পার্রস ব্যবহারের প্রয়োজনীয়তা সহ এবং স্বচ্ছতার বিষয় নিয়েও আলোচনা করবেন শিশুদের মায়েরা যাতে এই বিষয়ে আরও সচেতন হয় সেদিকে লক্ষ্য রেখেই এদিনের এই কর্মসূচির আয়োজন করা হয়েছে পৌরসভার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে । স্বাস্থ্য কর্মী অনিন্দিতা দে জানিয়েছেন প্রায় হাজার জন শিশু ও মায়েরা এই অনুষ্ঠানে যোগদান করেছেন এখন পর্যন্ত এবং প্রতিটি বাচ্চাদেরই বয়স অবশ্যই ০ থেকে ৪ বছর পর্যন্ত হতে হবে।
0 মন্তব্য(গুলি):
Please do not enter any spam link in the comment box