সংবাদাতা ধীমান রায় ,সুজয় সরকার ,জলপাইগুড়ি : অনশন আন্দোলনে শিক্ষিকা রেবতি রাউতের মৃত্যুর জন্য দায়ী রাজ্য সরকার! এই ঘটনার প্রতিবাদে জলশহরে ধিক্কার মিছিল গণতান্ত্রিক শিক্ষক ঐক্য মঞ্চের। বৃহস্পতিবার সন্ধ্যায় কদমতলা শিক্ষক ভবনের সামনে থেকে একটি ধিক্কার মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। পশ্চিম মেদিনীপুরের শিক্ষিকা রেবতী রাউত মোহনপুর ব্লকের দক্ষিণ বোড়াই প্রাইমারি স্কুলে চাকুরিরত ছিলেন। পার্শ্বশিক্ষকরা অনশন আন্দোলন শুরু করলে তিনিও অনশনে সামিল হয়ে অসুস্থ হয়ে পড়েন।সুস্থ হয়ে আবার আন্দোলনে ফিরে আসার জন্য বাড়িতে ফিরে যান রেবতী দেবী।সেখানেই তার মৃত্যু হয়।তাঁর আকস্মিক মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে আন্দোলনরত পার্শ্বশিক্ষক সহ সমগ্র শিক্ষক সমাজ শিক্ষা অনুরাগী মানুষের মধ্যে। এই ঘটনার প্রতিবাদে এদিনের ধিক্কার মিছিল। সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষানুরাগী মানুষ এই মিছিলে অংশ নেয় ।
রেবতি রাউতের মৃত্যুর ধিক্কার মিছিল
সংবাদাতা ধীমান রায় ,সুজয় সরকার ,জলপাইগুড়ি : অনশন আন্দোলনে শিক্ষিকা রেবতি রাউতের মৃত্যুর জন্য দায়ী রাজ্য সরকার! এই ঘটনার প্রতিবাদে জলশহরে ধিক্কার মিছিল গণতান্ত্রিক শিক্ষক ঐক্য মঞ্চের। বৃহস্পতিবার সন্ধ্যায় কদমতলা শিক্ষক ভবনের সামনে থেকে একটি ধিক্কার মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। পশ্চিম মেদিনীপুরের শিক্ষিকা রেবতী রাউত মোহনপুর ব্লকের দক্ষিণ বোড়াই প্রাইমারি স্কুলে চাকুরিরত ছিলেন। পার্শ্বশিক্ষকরা অনশন আন্দোলন শুরু করলে তিনিও অনশনে সামিল হয়ে অসুস্থ হয়ে পড়েন।সুস্থ হয়ে আবার আন্দোলনে ফিরে আসার জন্য বাড়িতে ফিরে যান রেবতী দেবী।সেখানেই তার মৃত্যু হয়।তাঁর আকস্মিক মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে আন্দোলনরত পার্শ্বশিক্ষক সহ সমগ্র শিক্ষক সমাজ শিক্ষা অনুরাগী মানুষের মধ্যে। এই ঘটনার প্রতিবাদে এদিনের ধিক্কার মিছিল। সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষানুরাগী মানুষ এই মিছিলে অংশ নেয় ।
0 মন্তব্য(গুলি):
Please do not enter any spam link in the comment box