বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯

জলপাইগুড়ি জেলা হাসপাতাল ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ড পরীক্ষায় প্ৰস্তুতি শুরু হলো 


  নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি:  চলতি মাসের ১৪ তারিখ থেকে শুরু হচ্ছে পরীক্ষা।  চলবে ১৬ তারিখ পর্যন্ত। তিন জন পরীক্ষকেরা আসছেন কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রক থেকে। ১৭ টি ইউনিট নিয়ে হবে এই পরীক্ষা। ওই পরীক্ষায় যাতে জেলা হাসপাতাল সঠিক ভাবে উৎরে যায় তার জন্য জেলা হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে একেবারে সাফাই কর্মীদের শিখিয়ে পড়িয়ে দেবার জন্য ইতিমধ্যে স্বাস্থ্য ভবন থেকে ৬ জনের একটি টিম এসে পৌচেছে জেলা হাসপাতালে।  জলপাইগুড়ি জেলা  হাসপাতাল সুপার গয়ারাম নস্কর জানিয়েছেন এই প্রথম জেলা হাসপাতাল ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ড পরীক্ষায় বসতে চলেছে। তার জন্য স্বাস্থ্য ভবন থেকে ৬ জনের একটি টিম এসেছে, যারা পরীক্ষার প্রস্তুতির বিষয় গুলি খুটিয়ে দেখছেন।  
সুশ্রী কায়াকল প্রকল্পে রাজ্যের প্রথম হওয়ার পরে, জেলা হাসপাতালের কর্তা বেক্তিদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। যে কারনে হাসপাতালের পক্ষ থেকে এই পরীক্ষায় বসার জন্য স্বাস্থ্য ভবন মারফৎ আবেদন পাঠিয়ে ছিল কেন্দ্রে। এদিন জেলা হাসপাতাল সুপার বলেন এই পরীক্ষায় স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাউডলাইন অনুসারে চিকিৎসা করা হচ্ছে কিনা সেই বিষয়ের ওপরে বেশী গুরুত্ব দেওয়া হয়ে থাকে। যে কারনে হাসপাতালের মেডিসিন, সার্জারী, গাইনি, চাইল্ড থেকে শুরু করে স্টোর এমনকি মর্গ পর্যন্ত দেখে থাকেন পরীক্ষকেরা। আবার হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে সাফাই কর্মী পর্যন্ত পরীক্ষকদের প্রশ্নে সম্মুখিন হতে হয়। এমকি চিকিৎসকদের প্রেসকিপশন দেখা হয়ে থাকে। এছাড়াও তারা,কি ধরনের প্রশ্ন করতে পারেন, হাসপাতালের কি কি বিষয় তারা দেখবেন, প্রশ্নের উত্তর কি হবে সমস্ত কিছু এখন হাতে কলমে শিখিয়ে দেবার জন্য ৬  সদস্যের প্রতিনিধি দল স্বাস্থ্য ভবন থেকে এসেছে বলে জানান হাসপাতাল সুপার। তিনি বলেন ওই টিম হাসপাতালের ঘুরে দেখে কোথায় কি খামতি আছে সেই গুলি পুরন করার নির্দেশ দিচ্ছেন, সেই অনুসারে কাজ করা জানান তিনি।  
                                                                     
                                                                                  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box