রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯

রাজ্য স্তরে সংগীত প্রতিযোগিতায় সুব্রত বিশ্বাস 


সংবাদাতা সুজয় সরকার ,জলপাইগুড়ি :রাজ্যস্তরে সংগীত প্রতিযোগিতায় সেরা হয়ে জলপাইগুড়ির নাম উজ্জ্বল করল সুব্রত বিশ্বাস। সম্প্রতি নভেম্বর মাসের ২ও ৩ তারিখে প্রয়াগ সঙ্গীত সমিতি আয়জিত মেহতা অডিটরিয়াম সর্বভারতীয় স্তরে একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেই প্রতিযোগিতায় শিক্ষক সুব্রত বিশ্বাস  নজরুল গীতিতে অংশ গ্ৰহন করে।ভারতের বিভিন্ন রাজ্য থেকে প্রতিযোগীরা  অংশ গ্ৰহন করে।সেখান থেকে প্রথম হয়ে গোল্ড মেডেল ও মান পত্র পেয়েছেন তিনি। মুখ্য অতিথি উত্তর প্রদেশ সঙ্গীত নাটক একাডেমির (লখনোও) অধ্যক্ষ্য ডঃ পূর্ণিমা পান্ডে মেডেল ও সংশা পত্র প্রদান করেন।তিনি বলেন"প্রয়াগ সঙ্গীত সমিতি শাস্ত্রীয় সঙ্গীত দেশ ছাড়িয়ে বিদেশেও পৌছে গেছে"।এই বিষয়ে শিক্ষক সুব্রত বিশ্বাস বলেন।আমি দীর্ঘদিন ধরে স্কুল শিক্ষ্যকতার পাশাপাশি সঙ্গীত চর্চাও করছি।বিভিন্ন সঙ্গীত গুরুর (সঞ্জীব তালুকদার, এন.সি.কর্মকার, সমরেন্দ্র দেব (তরু )রায়কত, নীতিশ দত্ত রায়, অরুন ভাদুরি )কাছে তালিম নিয়েছি।ভবিষ্যতে  আরো  সঙ্গীত চর্চা করে একজন প্রতিষ্ঠিত শিল্পী হয়ে দেশের মুখ উজ্জল করতে চাই ।
                                                                             


                                                          

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box