নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি:মঙ্গলবার বিভিন্ন দাবিতে জেলা শাসক দপ্তরের সামনে অবস্থানে রাজ্যের শ্রমিক কর্মচারী শিক্ষা কমী বোর্ড কপোরেশন ও পঞ্চায়েত কর্মচারীদের যৌথ মঞের সদস্যরা।তাদের দাবিগুলো হল পঞ্চম বেতন কমিশনে চিকিৎসা ভাতা তিন গুণ বৃদ্ধি করা,বাড়ি ভাড়া সমস্ত অসংগতি দূর করে ষষ্ঠ বেতন কমিশন 1 ,1 2016 থেকে কাযকরী রূপায়ন ,বকেয়া মহাঘভাতা কেন্দ্রীয় হারে আদায়সহ চুক্তি ভিত্তিক
কর্মচারীদের স্তায়ীকরণ সাপেক্ষে সমকাজে সমবেতন এবং টেড ইউনিয়ন ও ধমঘটের অধিকার রক্ষা সহ আট দফা দাবিতে অবস্থান কমসূচী পালন করেন জলপাইগুড়ি ছাড়াও জেলার অন্যান্য জায়গার সরকারি
কর্মচারীরা এই অবস্থানে অংশগ্রহণ করেছিলেন।কো অডিনেশন কমিটির ,সম্পাদক মনোজিত দাস,বলেন আগামী তে তাদের দাবি মেনে না নিলে পরবর্তীতে বৃহত্তম আন্দোলনে করবেন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box