নিজস্ব সংবাদাতা , জলপাইগুড়ি :ঐতিহাসিক দেবীচৌধুরানী মন্দির প্রাঙ্গণে শনিবার বনভোজন শিশুদের । সারদা শিশুতীর্থ বর্জরাপাড়া স্কুলের অরুণ থেকে প্রথম শ্রেণীর 156 জন ছাত্র ছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এদিনের বনভোজন। দুপুরের খাওয়া মেনু ছিল ফ্রাইডরাইস পনিরের তরকারী, আলুর চিপস, চাটনি। সকালের টিফিন হয়েছে কেক ও মিষ্টি দিয়ে। সারদা শিশুতীর্থের শিক্ষক জয়দীপ ভৌমিক বলেন যে পড়াশোনার পাশাপাশি ছাত্র ছাত্রীদের মধ্যে প্রকৃতিপাঠ ও ঐতিহাসিক মন্দিরের অজানা তথ্য সম্পর্কে শিশুদের অবহিত করা।
শিশুদের বনভোজন
নিজস্ব সংবাদাতা , জলপাইগুড়ি :ঐতিহাসিক দেবীচৌধুরানী মন্দির প্রাঙ্গণে শনিবার বনভোজন শিশুদের । সারদা শিশুতীর্থ বর্জরাপাড়া স্কুলের অরুণ থেকে প্রথম শ্রেণীর 156 জন ছাত্র ছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এদিনের বনভোজন। দুপুরের খাওয়া মেনু ছিল ফ্রাইডরাইস পনিরের তরকারী, আলুর চিপস, চাটনি। সকালের টিফিন হয়েছে কেক ও মিষ্টি দিয়ে। সারদা শিশুতীর্থের শিক্ষক জয়দীপ ভৌমিক বলেন যে পড়াশোনার পাশাপাশি ছাত্র ছাত্রীদের মধ্যে প্রকৃতিপাঠ ও ঐতিহাসিক মন্দিরের অজানা তথ্য সম্পর্কে শিশুদের অবহিত করা।
0 মন্তব্য(গুলি):
Please do not enter any spam link in the comment box