নিজস্ব সংবাদাতা দিঘা : আজ রাসপূর্ণিমা সেই উপলক্ষে দিঘা ও তার আশেপাশের মানুষরা ভগবান শ্রীকৃষ্ণ- রাধা কে পাওয়ার জন্য যে ব্রতরাখে তার শেষ উপলক্ষে বিশেষ শোভা যাত্রা করে সমুদ্রে আসেন। সমুদ্রে খোল করতাল সহ নৃত্য সহযোগে আনন্দে মেতে উঠলেন। সমুদ্রে পূজা-অর্চনা করার পর সমুদ্র স্নান। কয়েক হাজার ভক্ত ভোররাত থেকে জামায়েত হয়েছেন ভক্তরা।
বুলবুলের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর রবিবার দু পর্যটকের মৃত্যুর পর দিঘার পুলিশ দুদিন সমুদ্রে নামার নিষেধাজ্ঞা জারি করে সোমবার। ১১,১২ দুদিন সেই নিষেধাজ্ঞা থাকার কথা,তা সত্ত্বেও ভোর রাত থেকে এভাবে সমুদ্র স্নান করায় পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলো।
বুলবুলের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর রবিবার দু পর্যটকের মৃত্যুর পর দিঘার পুলিশ দুদিন সমুদ্রে নামার নিষেধাজ্ঞা জারি করে সোমবার। ১১,১২ দুদিন সেই নিষেধাজ্ঞা থাকার কথা,তা সত্ত্বেও ভোর রাত থেকে এভাবে সমুদ্র স্নান করায় পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box