বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯

জলপাইগুড়ি জেলা সিপিআইএম শতবর্ষ পালন


সংবাদদাতা মৌমিতা দাস,জলপাইগুড়ি : ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার শতবছরে প্রবেশ করেছে। ১৯২০ সালে ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা হয় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের তাসখন্দ শহরে কয়েকজন দৃঢ়চেতা সাহসী কমিউনিস্ট মিলিত ভাবে । তারই শতবর্ষ পালনের কর্মসূচি নিয়েছে সিপিআইএম জলপাইগুড়ি জেলা কমিটি। তারই অঙ্গ হিসেবে বুধবার উকিলপাড়া এলাকায়  সদর পূর্ব এরিয়া কমিটির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতার পর থেকে আজ পযন্ত শ্রমিক কৃষক সাধারণ মানুষের জীবন জীবিকা সংগ্রামে পার্টির ভূমিকা নিয়ে আলোচনা করেন প্রাক্তন উচ্চশিক্ষা মন্ত্রী অধ্যাপক সুদর্শন রায়চৌধুরী। তিনি তার আলোচনায় তুলে আনেন ব্রিটিশ শাসনে ভারতে কৃষকদের ,শ্রমিকের, উপজাতি মানুষের বিদ্রোহে কমিউনিস্ট পার্টির ভূমিকার কথা। হিন্দু মুসলমানসহ বিভিন্ন ধর্মের মানুষের সম্প্রতি ও ঐক্যের পরিবেশকে ভাঙ্গন ধরানোর শক্তিকে উৎসাহিত করা হয়েছিল ব্রিটিশ শাসকদের পক্ষ থেকে। এই পরিস্থিতিতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতবাসীর ঐক্যবদ্ধ সংগ্রাম অব্যাহত থাকলো । এই ধারার পরিণতি হিসেবে ভারতের বুকে শ্রমিক কৃষক সহ মেহনতি মানুষের সংগ্রাম গড়ে ওঠে। ব্রিটিশদের কড়া নজরদারি এড়াতে সোভিয়েত ইউনিয়নের তাসখন্দে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা হয়। ভারতের বুকে কমিউনিস্ট পার্টি গড়ে ওঠার পর থেকে ব্রিটিশ শাসকদের আক্রমণের মুখে পড়ে পার্টি। পেশোয়ার, কানপুর,মীরাট ষড়যন্ত্র মামলা কমিউনিস্টদের বিরুদ্ধে  আনা হয়। দশকের পর দশক কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ থেকে কাজ করতে হয়েছে। সমগ্র দেশজুড়ে একদিকে কৃষক শ্রমিক কর্মচারী ছাত্রের সংগ্রাম অপর দিকে ১৯৪৬সালের নৌবিদ্রোহ ।ফলে ভারতের স্বাধীনতা সংগ্রামে এক তরঙ্গ তৈরি হ্য়।
 তিনি আরো বলেন বর্তমানে বিশ্বজুড়ে রাজনৈতিক ভারসাম্যের গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে।বিশ্ব পুঁজিবাদ ভয়ঙ্কর আগ্রাসী মনোভাব নিয়ে এগিয়ে যাচ্ছে। উদারনীতির ফলে তীব্র হয়েছে ধনী দরিদ্রে বৈষম্য।  আন্তর্জাতিক লগ্নি পুঁজির দাপট ভয়ঙ্কর বাড়ছে।ভারতের সর্বভৌমত্ব স্বনির্ভরতা তীব্র ভাবে আক্রমণের মুখে। এর বিরুদ্ধে কমিউনিস্টরাই লড়াই করে যাচ্ছে। আগামীতে এই লড়াই আরো তীব্র করতে হবে। এদিনের সভার সভাপতিত্ব করেন শক্তি গোস্বামী। উপস্থিত ছিলেন সিপিআইএম পার্টির জেলা সম্পাদক সলিল আচার্য, বিপুল সান্যাল সহ অন্যান্য নেতৃবৃন্দরা ।
                                                                         

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box