সুজয় সরকার ,জলপাইগুড়ি: শীত পড়তেই প্রতিটি
বাড়িতে
ফুলের বাগান করতে দেখা যায় ।ফুল আমাদের প্রতিদিনের দরকারি জিনিস পূজা থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে ফুল প্রয়োজন.তাই শীত পড়তেই সেন পাড়ার বাসিন্দা 55 বছরের অরুন সেন ফুলের চারা নিয়ে দীর্ঘ 35বছর ধরে জলপাইগুড়ি শহরে মার্চেন্ট রোড ধারে ব্যবসা করে আসেন ,তিনি জানায় তার এই ফুলের চারা বিভিন্ন দেশ থেকে আসছে,তার মধ্যে সারা বছর ধরে জবা, মল্লিকা, গোলাপ, চেরি, আরো বিভিন্ন ধরণেরগাছ মানুষ জন নিয়ে যায় । চারা গাছ বাড়িতে পরিচর্চা করে বাজারে বিক্রি করেন ।তার কাছে ফুলের চাহিদা খুব ভালো বলে অরুন বাবু জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box