নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি:
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি বিভিন্ন বিষয়ে স্বারকলিপি তুলে দেনজেলা মূখ্যস্বাস্থ্য আধিকারিকে। তারা যেসমস্ত দাবি নিয়ে
স্বারকলিপি
তুলেদেন তা হল চিকিৎসকরা সময় মত
হাসপাতালে না আসার জন্য রোগী ও তার আত্মীয় দের চরম অসুবিধার মধ্যে পড়তে হয়,পুলিশ মর্গে মৃত দেহ ক্যাপাসিটির তুলনায় অতিরিক্ত মরদেহ এখানে রাখা হয়।ফলে চারিদিকের পরিবেশ নষ্ট হচ্ছে।ডেঙ্গু নিয়ে
হাসপাতালে
ভূমিকা কি তা নিয়ে ও বলা হয়।রেডিও লজিমেন্টর সংখ্যা কম,অর্থ প্রেডিক সাজেন এর সংখ্যা বাড়াতে হবে,যে সমস্ত চিকিৎসক নতুন যোগদান করেছে তাদের মধ্যে কতজন চাকরি ছেড়ে চলে গেছে ,তার কারণ জানতে চাওয়া হয় ।সহ মোট 23দফা দাবিতে তাদের এই
স্বারকলিপি
জেলা মূখ্যস্বাস্থ্যে আধিকারিক ডক্টর জগন্নাথ সরকার এর হাতে তুলে দেন মহিলা সমিতির সদস্যরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box