বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯

ডাক কমীদের প্লাস্টিক মুক্ত কর্মসূচি 


সংবাদাতা ধীমান রায় ,জলপাইগুড়ি: প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়তে অভিনব উদ্যোগ নিল ডাক কমীরা।বৃহস্পতিবার দুপুরে ডাক বিভাগের অফিসার ও  সহ কমীরা মিলে রাজবাড়ী পুকুর পরিষ্কারে এগিয়ে আসল।এই ধরনের সরকারি কমচারী দের উদ্যোগ কে প্রসংসা করেছেন শহরের অনেক মানুষ ।
                                                                             



এইদিন তারা পুকুরের চারিপাশে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করে।তবে বেশি ভাগ আবজর্নাই ছিল প্লাস্টিক জাতীয় জিনিস।এই ধরনের উদ্যোগ আগামী তে আরও অন্যান্য জায়গায় করার কথাও জানিয়েছেন ডাকের কমীরা।একাধিক নোংরা আবজনা পরিষ্কার করার পর সেই সব আবজর্না কে একটি ত্তঁচলাকুড় জায়গায় ফেলেন  ।দুপুর থেকে বিকেল পযর্ন্ত এই কাজ করেন  কমীরা।
                                                                                       


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box