বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯

মিশন বাংলার শিক্ষার কর্মশালা


 নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি: মিশন বাংলার  শিক্ষার উপর জেলাস্তরের  কর্মশালা বুধবার অনুষ্ঠিত হলো  সমগ্র শিক্ষা মিশনের বিদ‍্যাসাগর হলে। জেলার শিক্ষা বন্ধু, স্পেশাল এডুকেটর , ব্লক পর্যায়ের এম আই এস , ডাটা এন্ট্রি  অপারেটর ,একাডেমিক  সুপার ভাইজার, সমগ্ৰ শিক্ষা মিশন দপ্তরের কো-অডিনেটর , সমস্ত এস আই এবং এই আই  মিলে মোট 215 জন এদিনের কর্মশালায় অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন রাজ‍্য দপ্তরের ADSE মনসুর হাবিব , DPO মানবেন্দ্র ঘোষ, ADPO নরেশ সরকার, DIS (SE) প্রানতোস মাইতি , জেলা MIS বিনয় সাহা, PMIS সুরজিৎ চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকেরা। DPO মানবেন্দ্র ঘোষ বলেন যে মিশন বাংলার  শিক্ষার মূল উদ্দেশ্য হলো জেলারসমস্ত স্কুল ও ছাত্র ছাত্রীদের সঠিক তথ্য অনলাইনে  সরবরাহ করা। 
                                                                                    
                                                                                  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box