বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯

অঙ্গনওয়াড়ী কর্মীদের কর্মশালা




নিজস্ব সংবাদদাতা , জলপাইগুড়ি :সমগ্ৰ শিক্ষা মিশন জলপাইগুড়ি পরিচালিত অঙ্গনওয়াড়ী কর্মীদের  সংবেদনশীলতা মূলক কর্মশালা  অনুষ্ঠিত হলো সমগ্ৰ শিক্ষা মিশন দপ্তরের কনফারেন্স রুমে। বুধবার থেকে শুরু হয়েছে শনিবার শেষ হবে এই কর্মশালা । আই ইডি কোয়াডিনেটর আমানুল্লা মণ্ডল বলেন যে  সারা জেলার 319জন  অঙ্গনওয়াড়ী কর্মীরা  এই কর্মশালায় অংশগ্রহণ করেছে। প্রতিবন্ধকতার কারণ ও প্রতিকার নিয়ে অঙ্গনওয়াড়ী কর্মীদের কর্মশালায় হাতে কলমে শেখানো হবে। এখান থেকে প্রতিবন্ধকতার কারণ ও প্রতিকার বিষয়ে শিক্ষা গ্রহণ করার  পড়ে অঙ্গনওয়াড়ী কর্মীরা নিজ নিজ এলাকায় আইসিডিএস সেন্টারে গিয়ে এই বিষয়টি আলোচনা করবেন ।এদিন   উপস্থিত জেলা শিক্ষা আধিকারিক সমগ্ৰ শিক্ষা মিশন মানবেন্দ্র ঘোষ , সুচেতনা দাস ওসি সমগ্ৰ শিক্ষা মিশন সহ বিশিষ্ট অতিথিরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box