শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯

করলা নদীতে পেল্লায় সাইজের সোনালী বোয়াল



নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি: ধরা পড়লো সোনালী বোয়াল। বিষমুক্ত প্রমান হোলো জলপাইগুড়ি করলা নদী।বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ি করলা নদীর দোলনা ব্রিজ এলাকায় বিষ্ণু রায় নামে এক মতস‍্য শিকারী নদীতে টাগী ফেলে  বড়শী তে মাছের টোপ দিয়ে তাতে সুতো লাগিয়ে বোতলে জড়িয়ে । 
আর তাতে ধরা পড়ে কিলো ছয়েকের অত্যন্ত সুস্বাদু পেল্লায় সাইজের সোনালী বোয়াল। যেই মাছের বর্তমানে যার বাজার দড় অন্তত ১০০০/- কিলো। 
২০১১ সালে ১৬ নভেম্বর করলা নদীতে ভয়ানক বিষক্রিয়া হয়েছিলো। ভেসে উঠেছিল পেল্লায় সাইজের এই জাতীয় বোয়াল সহ অন্যান্য মাছ। সেই সময় বিশেষজ্ঞরা জানিয়েছিল এই মতস‍্য ভান্ডার ফের নদীতে ফিরে আসতে বেশ কয়েকবছর সময় লাগবে।আজকের এই সাইজের মাছ ধরা পড়ার পর মতস শিকারীরা মনে করছেন আবার তাদের সুদিন ফিরে এলো।
                                                                                 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box