শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯

যুবতীকে ব্ল্যাকমেল 


নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি :পুরোনো মোবাইল দিয়ে পাওয়া যাচ্ছে নতুন মোবাইল।আর তাতেই আনন্দে আটখানা হয়ে সোজা মোবাইলের দোকানে চলে যাচ্ছে যুবকযুবতীরা।কিন্তু তাতে কতটা সতর্কতা অবলম্বন করছে তারা এই বিষয়ে প্রশ্ন চিনহ রয়েই যাচ্ছে।এমনই এক ঘটনা ঘটল জলপাইগুড়ির এক যুবতির ক্ষেত্রে।জানা গেছে,যুবতী তার পুরোনো মোবাইল জলপাইগুড়ির একটি দোকানে দিয়ে সেখান থেকে একটি নতুন মোবাইল কিনে আনে।পুরোনো মোবাইল দোকানে দিলেও সেখানে থেকে যায় যুবতীর একান্ত ব্যক্তিগত ছবি।পরবর্তীতে সেই মোবাইল টি কেনে জলপাইগুড়ির ১৮ নম্বর ওয়ার্ডের মুহুরি পাড়ার বছর ২৬ এর যুবক প্রসেনজিৎ সরকার।আর তার পর থেকেই মোবাইলে পাওয়া যুবতীর সমস্ত তথ্য ও ব্যক্তিগত ছবি নিয়ে ব্ল্যাকমেল শুরু করে ওই যুবক।বর্তমানে ওই যুবকের নামে জলপাইগুড়ি কোতয়ালি থানায় অভিযোগ পত্র দায়ের করে যুবতী ও তার পরিবার।যদিও অভিযুক্ত গুনধর যুবক পলাতক।তদন্তে পুলিশ।
                                                                               



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box