নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি : জলপাইগুড়ি ৩১নং জাতীয় সড়কে ডাকাতি করতে এসে পুলিশের হাতে ধরা পরলো তিন ডাকাত। বাকিরা ৩জন পালিয়ে যায়।জাতীয় সড়ক দিয়ে যাওয়া পন্যবাহী গাড়ি দড়ি কেটে সামগ্রী ডাকাতি করত এই দলটি। এই চক্রের সঙ্গে বেশ কয়েকজনের একটি দল আছে।ধৃতরা হলো ফারুক হক ও রসিদুল ইসলাম এরা আলিপুরদুয়ার জেলার রাঙ্গালীবাজনা এলাকার বাসিন্দা। এই দুই জনকে জেরা করে এই চক্রের মুল পান্ডা মুস্তাফিজুল রহমানকে পুলিশ গ্রেপ্তার করে রাতেই। বুধবার জলপাইগুড়ি আদালতে তোলা হবে ধৃতদের।
মঙ্গলবার রাতে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় পুলিশের কাছে একটি খবর আসে একটি ইনোভা গাড়ি নিয়ে জাতীয় সড়কে চলন্ত গাড়ি আটকে ডাকাতি করার ছক করেছিল এই ডাকাত দল। এই অভিযোগ আসতেই জাতীয় সড়ক উপর নজরদারি চালায় পুলিশের একটি দল। গোশালা মোড়ের জাতীয় সড়কের বেশ কয়েকজন ডাকাতির ছক করেছিল। ডাকাতদের দল পুলিশের উপস্থিত বুঝতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর পুলিশের উপস্থিত বুঝেই পাহাড়পুর সংলগ্ন জাতীয় সড়ক থেকে পালিয়ে যায় তিন ডাকাত। তাদের সঙ্গে একটি গাড়িও ছিল। পুলিশ জলপাইগুড়ি জাতীয় সড়ক থেকে ২জন ডাকাত কে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে জাতীয় সড়কে চলন্ত গাড়ির দড়ি কেটে ডাকাতির উদ্দেশে এসেছিল তারা।পাশাপাশি এই চক্রের মুল পান্ডার খোজ পায় পুলিশ রাতেই মাদারিহাট এলাকাথেকে মুস্তাফিজ রহমারকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় উন্নতমানের ধারালো অস্ত্র, , চাকু, সহ বিভিন্ন সরঞ্জাম। এছাড়াও নগদ প্রায় ৮হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতদের জেরা করে বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ। আজ জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হচ্ছে ধৃত তিন জনকে।
0 মন্তব্য(গুলি):
Please do not enter any spam link in the comment box