নিজস্ব সংবাদদাতা , জলপাইগুড়ি: রাজ্যসরকারের তরফে গুটকা বন্ধের আদেশ দেবা হলেও এর প্রভাব আংশিক জলপাইগুড়ি তে।অনেক দোকানেই এখন ও বিক্রি হচ্ছে গুটকা।7ই নভেম্বর থেকে পশ্চিম বঙে গুটকা বন্ধ করার নিদেশ আসলেও এখন ও তেমনভাবে প্রচারের অভাবে বিভিন্ন পানের দোকান গুলোতে জমিয়ে বিক্রি হচ্ছে নিষিদ্ধ গুটকা।সেই সমস্ত দোকান দার বলেন আমাদের এখানে কোন ধরনের মাইকিং হয়নি ,বা কোন প্রকার প্রচার হয়নি , বাজারেও পাওয়া যাচ্ছে এই সব গুটকা ।তাই সহজে এনেই এই সব জিনিস বিক্রি করছি।প্রসাশন বললেই আমরা এই সমস্ত জিনিস বিক্রি বন্ধ করে দিব ।গুটকা নিষিদ্ধ হলেও চাহিদা এখন ও কমেনি বলেও সেই দোকান দার জানিয়েছেন।বিভিন্ন দোকানে আগের মতোই রজনীগন্ধা, শেখর,বাবা জরদা,ইত্যাদি রকমের গুটকা বিক্রি অবাদেই হচ্ছে
গুটকা নিষিদ্ধ প্রভাব আংশিক জলপাইগুড়িতে
নিজস্ব সংবাদদাতা , জলপাইগুড়ি: রাজ্যসরকারের তরফে গুটকা বন্ধের আদেশ দেবা হলেও এর প্রভাব আংশিক জলপাইগুড়ি তে।অনেক দোকানেই এখন ও বিক্রি হচ্ছে গুটকা।7ই নভেম্বর থেকে পশ্চিম বঙে গুটকা বন্ধ করার নিদেশ আসলেও এখন ও তেমনভাবে প্রচারের অভাবে বিভিন্ন পানের দোকান গুলোতে জমিয়ে বিক্রি হচ্ছে নিষিদ্ধ গুটকা।সেই সমস্ত দোকান দার বলেন আমাদের এখানে কোন ধরনের মাইকিং হয়নি ,বা কোন প্রকার প্রচার হয়নি , বাজারেও পাওয়া যাচ্ছে এই সব গুটকা ।তাই সহজে এনেই এই সব জিনিস বিক্রি করছি।প্রসাশন বললেই আমরা এই সমস্ত জিনিস বিক্রি বন্ধ করে দিব ।গুটকা নিষিদ্ধ হলেও চাহিদা এখন ও কমেনি বলেও সেই দোকান দার জানিয়েছেন।বিভিন্ন দোকানে আগের মতোই রজনীগন্ধা, শেখর,বাবা জরদা,ইত্যাদি রকমের গুটকা বিক্রি অবাদেই হচ্ছে
0 মন্তব্য(গুলি):
Please do not enter any spam link in the comment box